ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাবে বিশ্বজুড়েই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। জ্বালানীর মূল্যও হয়েছিল লাগামছাড়া।
অবশেষে বুধবার স্বস্তির খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সিএনএন জানায়, গত তিন সপ্তাহের মধ্যে এদিন সবচেয়ে সস্তা ছিল জ্বালানি তেল।
ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৪৪ ডলারে। ইউক্রেন যুদ্ধ শেষ না হলেও তেলের দাম কীভাবে কমল তা নিয়েও প্রশ্ন আছে অনেকের।
মূলত রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা শুরু ও ইরানের পারমাণবিক চুক্তির অগ্রগতির ইঙ্গিতেই দাম কমেছে তেলের। স্থিতিশীল হয়েছে আন্তর্জাতিক বাজার।
তবে সহসাই দক্ষিণ এশিয়ার বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আসছে না বলেই ধারণা করা হচ্ছে। অনেক দেশেই ভর্তুকি দিয়ে তেল বিক্রি হচ্ছে।
এর আগে গত ৭ মার্চ আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ ১৩৯ ডলার অপরিশোধিত তেল বিক্রি হয়। গত ১৪ বছরের মধ্যে এটিই ছিল জ্বালানী তেলের সর্বোচ্চ দাম।