বিনা দোষে প্রায় তিন বছর গৃহবন্দী থাকার পর সৌদি রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজ আল-সৌদ ও তার মেয়েকে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার তার আইনীজীবী হেনরি এস্ট্রাম্যান্টের বরাতে এই খবর জানায় গার্ডিয়ান।
৫৭ বছর বয়সী রাজকুমারী বাসমাহ একজন স্পষ্টভাষী মানবাধিকারকর্মী ও আইনজীবী। ২০১৯ সালের মার্চ মাসে তার প্রাপ্তবয়স্ক কন্যা সৌহাদ আল-শরীফের সঙ্গে নিখোঁজ হন তিনি।
২০২০ সালে রাজকুমারী বাসমাহ সামাজিক মাধ্যমে জানান, তিনি এক বছরেরও বেশি সময় ধরে রাজধানী রিয়াদে বন্দী ও অসুস্থ অবস্থায় আছেন। তবে সৌদি সরকার তাদের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রাজকুমারীর আইনজীবী হেনরি বলেন, “নির্বিচারে কারাবাসের পর ৬ জানুয়ারী দুই নারীকে মুক্তি দেওয়া হয়েছে। তারা জেদ্দায় তাদের বাড়িতে পৌঁছেছেন। রাজকুমারী ভাল আছেন তবে চিকিৎসকরে তত্ত্বাবধায়নে থাকছেন।”
বর্তমান সৌদি যুবরাজ ও চাচাতো ভাই মোহাম্মদ বিন সালমানের কাছে সাহায্য ও চিকিৎসা সেবার দাবি জানানোর পরই মুক্তি পেলেন রাজকুমারী।
২০১৬ সাল থেকে সৌদির সংবিধান সংশোধনের পক্ষে জোরালো অবস্থান নিতে দেখা যায় বাসমাকে। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের খোলামেলা সমালোচনাও করেন তিনি।
ধারণা করা হয় সেকারণেই তাকে আটক করেছিল সৌদি সরকার।