• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তিন বছরের শিশুর ওমিক্রন‍ শনাক্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৮:৫৯ এএম
তিন বছরের শিশুর ওমিক্রন‍ শনাক্ত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে সংক্রমিত হচ্ছে শিশুরাও। এবার তিন বছরের শিশুর শরীরে শনাক্ত হয়েছে নতুন এই ধরনটি। তবে শিশুটির নাম ও পরিচয় জানা যায়নি।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের মহারাষ্ট্র রাজ্যে শুক্রবার (১০ ডিসেম্বর) ৩ বছর শিশুর শরীরে ওমিক্রন শনাক্ত হয়। এছাড়া দেশটিতে ২৫ জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর জানায় দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় নতুন খবরে আরও অন্তত ৭ জনের শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়। সেই অনুযায়ী, এ পর্যন্ত ভারতে ৩২ জনের ওমিক্রন শনাক্ত হলো।

আগরওয়াল জানান, ডিসেম্বরেই ভারতে বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে ৯৩ জন করোনা শনাক্ত হন। এদের ৮৩ জনই ওমিক্রনে উচ্চঝুঁকির তালিকায় থাকা দেশগুলো থেকে ভারতে প্রবেশ করেছেন। 

এদিকে ওমিক্রন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দিয়েছে  ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। তবে নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিক অল-কার্গো অপারেশন এবং ডিজিসিএ কর্তৃক বিশেষভাবে অনুমোদিত ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Link copied!