আন্তর্জাতিক স্বীকৃতি না মিললেও চীন, রাশিয়া আর পাকিস্তানের পর নিজ দেশের নেতাদেরও সমর্থন পেতে শুরু করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবান। বিদ্রোহীদের নিজের ‘ভাই’ বলে সম্বোধন করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাতকারে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ সব দেশের সম্পর্ক জোরদারের আহ্বান জানান তিনি। এসময় হামিদ বলেন, তালেবানকে তিনি ভাইয়ের মতো মনে করেন।
নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে তালেবান সরকারকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেন। এছাড়াও আফগানিস্তানকে সাহায্য করতে এগিয়ে আসতে আর্ন্তজাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গত ১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী তালেবানরা। ক্ষমতা দখলের পর ১২ সেপ্টেম্বর নতুন সরকার গঠন করে তারা। তবে এতে কোন নারী বা সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধির জায়গা হয়নি।
অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে তালেবানের লড়াইয়ের কারণে এখনও দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রাষ্ট্র পুনর্গঠনে সরকার ও প্রশাসন কাজ শুরু করলেও স্বীকৃতি মেলেনি অনেক দেশের।