• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

‘হাসিখুশি’ মনে হওয়ায় হত্যাচেষ্টা, ১০ জনকে জখম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০২:৪৬ পিএম
‘হাসিখুশি’ মনে হওয়ায় হত্যাচেষ্টা, ১০ জনকে জখম

সিনেমা-গল্পের বিষণ্ণতায় ভোগা চরিত্রের সহিংস আচরণ আমাদের অনেককেই বিস্মিত করে। তবে এবার জাপানে এমন কাণ্ড ঘটিয়েছেন এক ট্রেনযাত্রী।

যাত্রীবাহী ট্রেনে ছুরি নিয়ে হামলা চালিয়ে অন্তত ১০ জনকে আহত করেছেন এক ব্যক্তি। শনিবার বিবিসির খবরে এই তথ্য প্রকাশিত হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, টোকিওতে শুক্রবার রাত ১১ টার দিকে সেজোগাকুয়েন স্টেশনের কাছে এই হামলা হয়। এ ঘটনায় ৩৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

হামলাকারী পুলিশকে বলেন, ট্রেনে কয়েকজন নারীকে দেখে ‘খুব হাসিখুশি’ মনে হয়েছিল তার। তাই রেগে গিয়ে তাদের হত্যা করতে চেয়েছেন তিনি।

হামলায় এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সভ্য দেশ হিসেবে পরিচিত জাপানে এ ধরনের সহিংস হামলার ঘটনা বিরল। অলিম্পিককে কেন্দ্র করে টোকিওতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই হামলা হল।

তদন্তকারী দল জানায়, হামলাকারী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নিজেই আত্মসমর্পণ করে।

Link copied!