অব্যহত রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। রাশিয়ার সেনাদের হাতে একের পর এক অঞ্চল হারাচ্ছে পশ্চিমাদের মিত্র এই দেশটি। এর মধ্যেই
রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে গেছে। যা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনীর হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের জোর তৎপরতা চালাতে দেখা গেছে।
অরলভ জানিয়েছেন, স্থানীয় বাহিনী এবং রাশিয়ান সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবন এবং ইউনিটগুলোতে ক্রমাগত শত্রুর গোলার কারণে আগুন লেগে যায়। এ ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিকে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনও। তারা সতর্ক করে বলেছে, যদি চুল্লিতে রকেট আঘাত হানে, তবে গুরুতর বিপদ ঘটতে পারে।