• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জি-২০ থেকেও কি বাদ যাচ্ছে রাশিয়া?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৮:১৯ পিএম
জি-২০ থেকেও কি বাদ যাচ্ছে রাশিয়া?

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর বিশ্ব রাজনীতিতে একটা পালাবদল চলছে। প্রভাব পড়ছে আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতে। পূর্বের বন্ধুও ‘রূপ’ পাল্টাচ্ছেন নিজ দেশের স্বার্থে। রাশিয়া ঠিক এমনই এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু হার মানতে কী রাজি আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন?

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ছে রাশিয়া। এ বছরের শেষে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলন। সেই জোট থেকেও রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো।

বুধবার (২৩ মার্চ) এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড। রাশিয়াকে জি-২০ সম্মেলন থেকে বাদ দিতে দেশটি ২২ মার্চ যুক্তরাষ্ট্রের কাছে  প্রস্তাব দেয়। পোল্যান্ডের দেওয়া প্রস্তাবের বিষয় ইতিবাচকভাবে দেখছে মার্কিন প্রশাসন। এরপরই জি-২০-তে রাশিয়ার থাকা না-থাকা নিয়ে পর্যালোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

রাশিয়ার বৈদেশিক অর্থনীতির বেশি আসে তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে। তেল ও গ্যাস রপ্তানির অর্থ আদায়ে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুফটের ওপর অনেক নির্ভরশীল রাশিয়া। কিন্তু এর মধ্যে সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

এ বিষয়ে জার্মান সরকারের একজন মুখপাত্র জানান, সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বড় কয়েকটি ব্যাংকে তাদের বৈদেশিক অর্থ লেনদেন বন্ধ করা।

সুইফটের পর জি-২০ থেকেও রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে একটি সূত্র রয়টার্সকে জানায়, জি-২০-এর সদস্য হিসেবে রাশিয়া থাকার উপযুক্ত কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়াকে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পর্যালোচনা করছে।

আগামী শুক্রবার পোল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউরোপ সফরে যাচ্ছেন তিনি। ইউক্রেন ইস্যুতে পলিশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেবন বাইডেন। তার আগে বেলজিয়ামের ব্রাসেলসে পশিমা মিত্রদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

রাশিয়াকে জি-২০ থেকে বাদ দেওয়া না-দেওয়ার বিষয়ে মঙ্গলবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, “আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও কমিউনিটিতে রাশিয়ার স্বাভাবিক ব্যবসা চলতে পারে না। তবে কোনো ঘোষণা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে অবশ্যই পরামর্শ করবে।”

অন্যদিকে এই সংস্থা থেকে রাশিয়াকে সরাসরি বাদ দেওয়া খুব একটা সহজ হবে না। কারণ এক্ষেত্রে রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন, ভারত, সৌদি আরবের মতো দেশগুলো জোরালো বিরোধিতা করতে পারে।

Link copied!