পারিবারিক কলহের জেরে পাঁচ কন্যাসহ ছয় শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। মাদকাসক্ত স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের হত্যা করেন তিনি। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাতে এনডিটিভি বলছে ,সোমবার বিকেলে মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মাহাদের গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, মাদকাসক্ত স্বামীর সঙ্গে ৩০ বছর বয়সী রুনা চিখারি সাহনির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা আগে উত্তর প্রদেশে বাস করতেন। ভালো চাকরি ও পয়সার আশায় মহারাষ্ট্রে স্থানান্তরিত হন। কিন্তু নেশাগ্রস্ত স্বামীর সঙ্গে পারিবারিক অশান্তি দিনদিন আরো বৃদ্ধি পায়।
সাহনির ঘরে ছয় সন্তান ছিল। এরমধ্যে একজন ছিল পুত্র সন্তান, ছয়জন কন্যা। তার ছোট সন্তানের বয়স মাত্র ১৮ মাস। বড় সন্তানের বয়স ১০ বছর।
পুলিশ অফিসার অশোক দাধে জানান, এদিন তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরলে ফের ঝগড়া বাধে। তখন সন্তানদের ধাক্কা দিয়ে কূপে ফেলে দেন তিনি। এরপর নিজে সেখানে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।কিন্তু গ্রামবাসীর চেষ্টায় তিনি বেঁচে যান। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।