• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চীনে ভবন ধসে ১৬ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০১:৫০ পিএম
চীনে ভবন ধসে ১৬ জনের মৃত্যু

চীনের চংকিং শহরে একটি ভবন ধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। শহরের দক্ষিণ-পশ্চিমের উলং জেলায় এই ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে এই খবর জানিয়েছে এএফপি।

ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এই ভবন ধস হয়। স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে বিস্ফোরণে গোটা ভবনটি বিধ্বস্ত হয়। এতে আটকা পড়েন ২৬ জন।

শনিবার সকালে সিনহুয়া জানায়, মোট মৃতের সংখ্যা ১৬। আরও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সিনহুয়াতে প্রচারিত ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেছে, শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে। মধ্যরাতের মধ্যে আটকে পড়া সবাইকে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানায় চংকিং কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে আরেক রাষ্ট্রীয় চ্যানেল সিসিটিভির ভিডিওতে ধসে পড়া ভবন থেকে ধোঁয়া ও ধুলো উড়তে দেখা গেছে।

সিনহুয়ার আরেকটি ভিডিওতে দেখা যায়, সামরিক বাহিনীর উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সিসিটিভি জানায়, ঘটনাস্থলে দেড় শতাধিক ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

Link copied!