• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চীনে করোনা পরিস্থিতির অবনতি, শেনজেনে লকডাউন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৮:৩১ পিএম
চীনে করোনা পরিস্থিতির অবনতি, শেনজেনে লকডাউন

চীন দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে প্রায় ১ কোটি ৭৫ লাখ বাসিন্দাকে এক সপ্তাহের জন্য লকডাউনের আওতায় আনা হয়েছে। দুই বছর পর কয়েকটি অঞ্চলে দৈনিক সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, দেশটিতে এই মুহূর্তে প্রায় ৩ হাজার ৪০০ জন করোনা আক্রান্ত রয়েছেন। রবিবার শেনজেনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়ায় ২০ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা হয়েছে।

সম্প্রতি দেশটিতে এক দিনে ১ হাজার ৮০৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। তাই স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে চীনের স্বাস্থ্য বিভাগ।

এর আগে লক্ষণহীন ১১৪ জনের দেহে পরের দিনই করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেয়। এর পরই করোনার দ্রুত বিস্তারের আশঙ্কায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এছাড়াও সব নাগরিককে টেস্ট-কিট কিনে করোনা পরীক্ষার অনুমতিও দিয়েছে চীন সরকার। এর আগে ডাক্তারের কাছে গিয়েই পরীক্ষা করাতে হতো সবাইকে।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চীনে। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পরে কোভিড-১৯ মহামারি।

Link copied!