• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চীনের বিধ্বস্ত উড়োজাহাজে বেঁচে নেই কেউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৫:৫৯ পিএম
চীনের বিধ্বস্ত উড়োজাহাজে বেঁচে নেই কেউ

চীনের ইস্টার্ন এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজের সব যাত্রী মারা গেছেন। বিবিসি জানায়, ১৩২ আরোহী ও ক্রুর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে উঝোউ শহরের কাছে দুর্গম পাহাড়ি বনাঞ্চলে পড়ায় সেখানে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। কর্দমাক্ত পাহাড়ি ঢালে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন উদ্ধারকারীরা।

এর আগে বুধবার বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করেন উদ্ধারকারীরা। গুয়াংজুতে যে পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয় সেই স্থান থেকেই ব্ল্যাকবক্সের খোঁজ পান তারা।

পরীক্ষা–নিরীক্ষার জন্য এটিকে বেইজিং পাঠানো হয়েছে। এতে বিমানের ককপিটের আলাপচারিতা রেকর্ড আছে বলে ধারণা করা হচ্ছে।

বিমানটি একটি পাহাড়ে আছড়ে পড়ার আগমুহূর্তে শব্দের চেয়ে দ্রুত গতিতে চলছিল বলে জানা গেছে। নিহতদের দেহবাশেষ ও উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

এছাড়াও বিমান পরিবহন কর্মকর্তারা জানান, ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে এখন পর্যন্ত ১২০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তিন দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এই উড়োজাহাজ দুর্ঘটনায় চীনে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

 

Link copied!