নোবেলজয়ী মার্কিন রসায়নবীদ রবার্ট এইচ গ্রুবস মারা গেছেন। ওয়াশিংটন পোস্ট জানায় গত ১৯ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে মারা যান তিনি।
২০০৫ সালে ‘মেটাথেসিস’ রাসায়নিক বিক্রিয়া উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পান তিনি। ফ্রান্সের ইভেস চউভিন ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক আরেক মার্কিন বিজ্ঞানী রিচার্ড আর. শ্রক তার সঙ্গে পুরষ্কার ভাগ করে নেন। এই উদ্ভাবনের ফলে ফার্মাসিউটিক্যালস পণ্যগুলোতে প্লাস্টিকের ব্যবহার ব্যাপক হারে বেড়ে যায়।
টাংস্টেন ও মলিবডেনাম ধাতু দুটি মেটাথেসিস বিক্রিয়ায় কীভাবে কার্যকর অনুঘটক হিসেবে কাজ করে ও ধাতুর অণুগুলির কীভাবে কার্বন বন্ধন ভেঙে নিজেদেরকে বিভিন্ন উপায়ে পুনর্বিন্যাস করতে ও, নতুন রাসায়নিক বন্ধন তৈরি করতে পারে তা আবিষ্কার করেছিলেন এই বিজ্ঞানীরা। আর স্থিতিশীল অনুঘটক রুথেনিয়াম ধাতু কীভাবে বাতাস, পানি বা অ্যালকোহলে অভিযোজিত হয় তা উদ্ভাবন করেন গ্রুবস।
ক্যালটেক ও ক্যালিফোর্নিয়ার পাসাডেনা বিশ্ববিদ্যালয়ে ৪০ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনা করেন গ্রুবস। সম্প্রতি ক্যান্সার চিকিৎসার মাঝেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।