• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

চরম খাদ্য সংকটে বিশ্বের একাংশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০২:৪৫ পিএম
চরম খাদ্য সংকটে বিশ্বের একাংশ

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসের ফলে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের একাংশ। এ সংকট মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলবে।

সোমবার (২১ মার্চ) মার্কিন সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। সিএনএন প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে এইচআরডব্লিউ বলছে, “রাশিয়া ও ইউক্রেনের কৃষি পণ্যের উপর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশ নির্ভরশীল। মস্কো ও কিয়েভ এই দুই অঞ্চলের জন্য শীর্ষ রপ্তানিকারক। আর তাদের দ্বন্দ্বের কারণে এ অঞ্চলে ভোগান্তি শুরু হয়ে গেছে। খাবার দাম বৃদ্ধি পেয়েছে, দরিদ্রতার ঝুঁকি বাড়ছে।”

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার এইচআরডব্লিউ পরিচালক লামা ফাকিহ বলেন, “এই খাদ্য সংকটের সময়ে বৈশ্বিক একত্রতা প্রয়োজন। যথাযথভাবে বৈশ্বিক পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। তাছাড়া বিশ্ব চরম খাদ্য সংকটে পড়বে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা।”

বিশ্বে গমের প্রয়োজনীতার ৩০ শতাংশ পূরণ করে রাশিয়া ও ইউক্রেন। ফলে এই দুই দেশের ওপর গমের জন্য বিশ্বের এক তৃতীয়াংশ নির্ভরশীলতা রয়েছে।

ইউক্রেনে চলমান আগ্রাসনের মধ্যে ৯ মার্চ এক খসড়া পাস করে ইউক্রেনের মন্ত্রীসভা। খসড়ায় দেশ থেকে কৃষি পণ্য রপ্তানি বন্ধ করে কিয়েভ প্রশাসন।

Link copied!