• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চরম সংকটে শ্রীলঙ্কা, কাগজের অভাবে পরীক্ষা বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৯:৫১ পিএম
চরম সংকটে শ্রীলঙ্কা, কাগজের অভাবে পরীক্ষা বন্ধ

চরম অর্থ সংকটে পড়েছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে স্বাধীনতার পর দেশটিতে এমন ভয়াবহ সংকট দেখা যায়নি। ফুরিয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রা। এতে প্রয়োজনীয় পণ্যের আমদানি বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কাগজও রয়েছে। ফলে কাগজের অভাবে পরীক্ষায় বসতে পারছে না দেশটির লাখ লাখ শিক্ষার্থী।

শনিবার (১৯ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, শ্রীলঙ্কায় স্কুল শিক্ষার্থী প্রায় ৪৫ লাখ। আগামী সোমবার থেকে দেশের স্কুলগুলোতে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যে দেশে কাগজের অভাব দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে কাগজের অভাবে তিন ভাগের দুই ভাগ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না।

দেশটির পশ্চিম প্রদেশের শিক্ষা দফতর বলছে, বৈদেশিক মুদ্রার অভাবে প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করা যাচ্ছে না। ফলে স্কুলের অধ্যক্ষরা পরীক্ষা নিতে পারছেন না।

দীর্ঘদিন ধরে অর্থসংকটে রয়েছে শ্রীলঙ্কা। এ সংকটে ঘাটতি দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রায়। এতে ব্যাহত হচ্ছে আমদানি। ফলে দেশটির খাদ্যপণ্য, জ্বালানি ও ওষুধের মজুত কমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা চেয়েছে দেশটি।

Link copied!