• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঘূর্ণিঝড় ইউনিসে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৯:৫১ এএম
ঘূর্ণিঝড় ইউনিসে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৯

প্রশান্ত মহাসাগরীয় ঝড় ইউনিস তাণ্ডব চালাচ্ছে ইউরোপজুড়ে। স্থানীয় সময় শুক্রবার উত্তর-পশ্চিম ইউরোপে রেকর্ড ১২২ মাইল বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।

ঝড়ের প্রকোপে ১০ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে রয়টার্স।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, প্রশান্ত মহাসাগরের কেন্দ্র থেকে উৎপন্ন হওয়ার পর পর্তুগালের আজোরস হয়ে যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসে ঝড়টি। এতে শত শত মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।

শুক্রবার ঝড়টি পশ্চিম যুক্তরাজ্যের কর্নওয়ালে আঘাত হানে। এ সময় বাতাসের তোড়ে অনেক ঘরবাড়ির ছাদ উড়ে যায়। উপকূলে আছড়ে পড়ে প্রবল গতির ঢেউ।

লন্ডনে একটি চলন্ত গাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় এক নারী নিহত হয়েছেন। লিভারপুলে আরেকটি গাড়িতে থাকা এক ব্যক্তি ঝড়ের সময় ছিটকে আসা গাছের গুঁড়ির আঘাতে মারা যান। হ্যাম্পশায়ারের দক্ষিণ ইংলিশ কাউন্টিতে গাছের সঙ্গে গাড়ির সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে চারজন নিহত হয়েছেন। বেলজিয়ামেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে ঝড়ের সময় নৌকা উল্টে একজন ব্রিটিশ নাগরিক পানিতে পড়ে মারা যান।

Link copied!