• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ঘানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ১১:৩৪ এএম
ঘানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, ঘানার বোগোসো শহরে খনিবাহী একটি যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রচার হওয়া বিস্ফোরণের ছবিতে যায়, দুর্ঘটনাস্থলে কালো ধোঁয়া উড়ছে এবং ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনা কবলিতদের বিকৃত মরদেহ পড়ে রয়েছে। অনেকেই সাহায্যের জন্য চিৎকার করছেন। 

দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ৫৯ জন আহত হয়েছেন। তাদের অবস্থা সংকটাপন্ন।

এদিকে ঘানার প্রেসিডেন্ট নান আকুফো-আদ্দো টুইট বার্তায় লিখেন, "এ ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক ও শোকের। ঘটনাস্থলে জরুরি উদ্ধার অভিযানে সেনা পাঠানো হয়েছে। স্থানীয়দের দ্রুত ত্রাণ পৌঁছে দিয়েছে  দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।"

Link copied!