• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

গণহত্যা চালানো হয়েছে মিয়ানমারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১২:০৭ পিএম
গণহত্যা চালানো হয়েছে মিয়ানমারে

জুলাই মাসে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে গণহত্যা চালিয়েছে বলে বিবিসির এ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ গণহত্যায় কমপক্ষে ৪০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে বিবিসি। 

প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা লোকজনের বরাত দিয়ে প্রতিবেদনটি তৈরি করে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, লোকজনকে জড়ো করে এর মধ‌্য থেকে পুরুষদের আলাদা করে হত্যা করা হয়। যাদের হত‌্যা করা হয়েছে তাদের অনেকের বয়স ১৭ বছর। ওই সব ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে জানা গেছে, যাদের হত‌্যা করা হয়েছিল তাদের প্রথমে নির্যাতন করা হয় এবং মারা যাওয়ার পর মাটি চাপা দেওয়া হয়। 

মিয়ানমারের সাগাইং জেলায় বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কানি শহরাঞ্চলে এমন চারটি ঘটনা ঘটে। বিবিসি অন্তত ১১ জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি রেকর্ড করেছে। 

প্রতিবেদনে বলা হয়, ইয়িন গ্রামে সবচেয়ে বড় হত‌্যাকাণ্ড সংঘটিত হয়। সেখানে অন্তত ১৪ জন পুরুষকে নির্যাতন করে হত্যা করা হয় এবং লাশগুলো জঙ্গলে ফেলা হয়। 

এদিকে জুলাইয়ের শেষের দিকে জি বিন ডুইন গ্রাম থেকে ১২ জনের মরদেহ বিকৃত অবস্থায় একটি গণকবর থেকে উদ্ধার করা হয়।

Link copied!