গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে আয়োজিত সম্মেলন সামিট ফর ডেমোক্রেসিতে আমন্ত্রণ না পেয়ে যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ ঝাড়ল চীন। শনিবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এএফপি জানায়, একনায়কতন্ত্রের বিরুদ্ধে সমমনা মিত্রদের পাশে দাঁড় করাতেই যুক্তরাষ্ট্র এই সম্মেলন আয়োজন করেছে বলে অভিযোগ করেছে দেশটি।
অনলাইন বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “দীর্ঘদিন ধরে গনতন্ত্রকে অন্য দেশে হস্তক্ষেপ করার জন্য ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিদেশি রাষ্ট্রে অস্থিরতা উস্কে দিতে এই কাজ করে থাকে বলেও মন্তব্য করেন ঐ কর্মকর্তা।
চীনা পররাষ্ট্র মন্ত্রক আরও জানায়, এই শীর্ষ সম্মেলনটি যুক্তরাষ্ট্র বিভেদ ও সংঘাতকে উস্কে দিতে ব্যবহার করছে। কিন্তু বেইজিং ‘সব ধরণের ভুয়া গণতন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিরোধ ও বিরোধিতা করে’।
গণতন্ত্র নিয়ে দুই দিনের ভার্চুয়াল শীর্ষ বৈঠকে বাদ পড়েছে বাংলাদেশসহ রাশিয়া হাঙ্গেরি, চীন এবং আরও কিছু দেশ। সেকারণেই মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছে অনেকে দেশ।