অ্যাঙ্গেলা মেরকেল যুগের ইতি টেনে জার্মানির ক্ষমতায় এলেন নতুন চ্যান্সেলর। স্থানীয় সময় মঙ্গলবার শপথ নেওয়ার পর বিকেলে ক্ষমতা গ্রহণ করেছেন ওলাফ শোলজ।
সকালে জার্মান পার্লামেন্টে গোপন ব্যালটের মাধ্যমে শোলজকে চ্যান্সেলর হিসেবে মনোনীত করেন জোটের সদস্যরা। সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ায় তার চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্কও দেখা যায়নি। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানায়।
পার্লামেন্টে ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫ ভোট পান শোলজ। যদিও ক্ষমতাসীন জোটের মোট সদস্যসংখ্যা ৪১৬। অর্থাৎ জোটের সব সদস্য শোলজকে ভোট দেননি। ৭৩৬ ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়েছে ৩০৩টি। ভোটদানে বিরত থাকেন ছয়জন। এক টুইটে শোলজ জানান, প্রেসিডেন্টের আহ্বানে আজ দায়িত্ব গ্রহণ করছেন তিনি।
ভোটের পর জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান শোলজ। সেখানে তার হাতে চ্যান্সেলর নিয়োগের আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেন প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার। এরপর শোলজ পার্লামেন্টে ফিরে শপথ গ্রহণ করেন।
শোলজের মন্ত্রীসভায় ১৬ জন মন্ত্রী রয়েছেন। এদের মধ্যে সাতজন তার নিজ দল এসপিডির, পাঁচজন গ্রিন পার্টি ও চার জন এফডিপির সদস্য। তারা সবাই আজ ক্ষমতাগ্রহণ করবেন।
সেপ্টেম্বরের জার্মানির সাধারণ নির্বাচনে মধ্যবামপন্থি এসপিডি বড় জয় পায়। এরপর দুই মাসের আলোচনার শেষে পরিবেশবাদী গ্রিনস ও উদারপন্থি এফডিপি দলের সঙ্গে জোট গঠনের চুক্তি করে তারা।