• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কিয়েভে ৩৬ ঘণ্টার কারফিউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৪:০২ পিএম
কিয়েভে ৩৬ ঘণ্টার কারফিউ

রাশিয়ার গোলাবর্ষণের মাঝে প্রাণহানি ঠেকাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৬ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে। আল-জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে।

এক ঘোষণা কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, কারফিউ চলাকালীন “বিশেষ অনুমতি ছাড়া শহরের চারপাশে ঘোরাফেরার ওপর নিষেধাজ্ঞা থাকবে। শুধুমাত্র আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়ার অনুমতি পাবে নগরবাসী।”

রুশ আগ্রাসন থেকে কিয়েভকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “রাজধানী কিয়েভ ইউক্রেনের হৃদয়। আমরা যেকোন মূল্যে একে রক্ষা করব। কিয়েভ বর্তমানে ইউরোপের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতীক। এবং আমারা কোন অবস্থাতেই এর দখল ছাড়ব না।”

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় অর্ধশতাধিক শিশুসহ অন্তত ৬০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহত বেসামরিকদের সংখ্যা এক হাজারের বেশি।

যদিও সোমবার মারিউপোলে গোলাবর্ষণের কারণে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা দাবি করছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছে শহরটিতে।

Link copied!