• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

কিয়েভের টিভি টাওয়ারে রকেট হামলা, নিহত ৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৯:১২ এএম
কিয়েভের টিভি টাওয়ারে রকেট হামলা, নিহত ৫

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, হলোকাস্ট মেমোরিাল কেন্দ্রের পাশের একটি টিভি টাওয়ারে রকেট হামলা চালায় রুশ বাহিনী। এতে কয়েকটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকে। হামলায় হলোকাস্ট মেমোরিয়ালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে কিয়েভে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী ঘিরে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া। 

মার্কিন প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিয়েভের দিকে রাশিয়ার বিশাল সেনাবহর এগিয়ে যাচ্ছে। প্রায় ৪০ কিলোমিটার সড়কজুড়ে থাকা এই বহরে সাঁজোয়া যান, ট্যাংক, কামান ও সেনাদের প্রয়োজনীয় সরঞ্জামের গাড়ি রয়েছে। রুশ বাহিনীর আক্রমণ ও গতিবিধি পর্যালোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, চার দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হতে পারে।

বৃহস্পতিবার সকালে এক টেলিভিশন ভাষণে ইউক্রেনে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি দেশটির ভেতরে ঢুকতে শুরু করে রুশ সেনাবাহিনী।

Link copied!