কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে ট্রুডোর স্কুলপড়ুয়া দুই সন্তানও করোনা আক্রান্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার নিজ বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি।
এছাড়াও সোমবার এক টুইট বার্তায় ট্রুডো বলেন, “আজ সকালে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভালো আছি এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আগামী এক সপ্তাহে বাড়ি থেকেই অফিসের কাজ চালিয়ে যাব। সবাই দয়া করে টিকা নিন এবং অন্যদের উৎসাহিত করুন।”
ওমিক্রনের প্রকোপে দেশটিতে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যবিধির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীরা রাজধানী অটোয়া অবরোধ করে রাখায় নিরাপত্তার জন্য বাসভবন ছেড়ে অজ্ঞাত স্থানে সরে গেছে ট্রুডোর পরিবার।
এ দিন বিক্ষোভ নিয়েও ক্ষোভ ঝাড়েন ট্রুডো। সাংবাদিকদের তিনি বলেন, “রাজধানীতে কিছু মানুষের আচরণে কানাডার জনগণ হতবাক এবং বিরক্ত হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই। যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি করছে এবং গৃহহীনদের কাছ থেকে চুরি করছে তাদের নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। যারা বর্ণবাদী পতাকা উড়িয়েছে, ভাঙচুরে করেছে আর সৈনিকদের স্মৃতিকে অসম্মান করেছে তাদের কাছে আমরা মাথা নত করব না।”
বার্তা সংস্থা এপি আরও জানায়, বিক্ষোভরত ট্রাকচালকরা পার্লামেন্ট ও আশেপাশে রাস্তায় এখনও অবরোধ অব্যহত রেখেছে। সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে কিছু প্রতিবাদকারীকে জাতীয় স্মৃতিসৌধের সামনে প্রস্রাব করতে ও বর্ণবাদী পতাকা নিয়ে সৈনিকের সমাধিতে উঠে নাচানাচি করতে দেখা গেছে।