• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

কানাডায় আদিবাসী শিশুদের দ্বিতীয় গণকবর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৫১ পিএম
কানাডায় আদিবাসী শিশুদের দ্বিতীয় গণকবর

কানাডার পশ্চিমাঞ্চলে একটি প্রাচীন ক্যাথলিক স্কুলের নিচে মাটি খুঁড়ে কয়েক শ শিশুর গণকবর শনাক্ত করা হয়েছে। সংবাদমাধ্যম এএফপি জানায়, মে মাসের শেষে সাসকাচোয়ানের মেরিভালে স্কুলটির আশপাশে এলাকায় খননকাজ শুরু হয়।

বুধবার গভীর রাতে আবাসিক স্কুলটিতে আদিবাসী শিশুদের এসব গণকবরের খোঁজ পাওয়ার কথা জানায় স্থানীয় সংবাদমাধ্যম। এর আগে ব্রিটিশ কলম্বিয়ার কমলুপের আরেকটি আদিবাসী স্কুলে ২১৫ স্কুল শিক্ষার্থীর দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। এ ঘটনা কানাডায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

এসব বোর্ডিং স্কুলে আদিবাসী শিক্ষার্থীদের জোরপূর্বক অন্য সংস্কৃতি ও বিশ্বাস গ্রহণের জন্য নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। এখবর প্রকাশের শোকা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরে ক্যাথলিক পোপ ও গির্জা কর্তৃপক্ষ অনুশোচনা জানিয়ে বিবৃতি দেয়।

Link copied!