• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

কলাম্বিয়ায় বিদ্রোহী গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৭:১৮ পিএম
কলাম্বিয়ায় বিদ্রোহী গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২৩

কলম্বিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। ভেনিজুয়েলার নিকটবর্তী পূর্ব সীমান্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এই তথ্য জানা গেছে।

এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বিয়ার মানবাধিকার সংস্থাগুলো। এক বিবৃতিতে কলম্বিয়ার সেনাবাহিনী জানায়, বিদ্রোহীদের দলগুলোর মধ্যে মাদক পাচারের মতো অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে লড়াই বাধে।

মানবাধিকার সংস্থাগুলো এর আগে প্রায় ২০ জনের মৃত্যুর তথ্য জানায়। এছাড়াও বেশ কয়েকটি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতের কারণে আরাউকায় সশস্ত্র হামলা বাড়ায় বেসামরিক জনগণের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় কর্তৃপক্ষকে উপস্থিত থেকে সীমান্ত এলাকায় বেসামরিক নাগরিকদের রক্ষা করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। ২০২১ সালের শুরু থেকেই এ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বেড়েছে।

Link copied!