ভোটগ্রহনের একদিন পর গণনা শুরু হয়েছে মঙ্গলবার (২১ ডিসেম্বর)। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা হবে ১১টি কেন্দ্রে। নিরাপত্তার স্বার্থে গণনাকেন্দ্রে মোতায়েন করা হয়েছে তিন হাজার পুলিশ।
এছাড়াও গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি আছে। গণনাকেন্দ্রের প্রত্যেক টেবিলে যুক্ত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি ভোট গণনা প্রক্রিয়ার ভিডিও করা হবে।
সবশেষ ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১১৪টিতে জয় পায় তৃণমূল। এবার ভোট গণনার আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল অন্তত ১৩৪ আসনে জয় আশা করছে।
এদিকে বিরোধীদের দুইয়ের অঙ্কের বেশি আসনে জয় পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে রাজনীতি বিশ্লেষকরা। এর আগের দফায় বাম দল সিপিআইএম ১৫, বিজেপি সাত, কংগ্রেস পাঁচ ও অন্যেরা তিনটি ওয়ার্ডে জিতেছিল। এবার বিরোধীদের আশা, এ বার তারা ১০টির বেশি আসন পাবেন।
রবিবার কলকাতা পৌরসভার ১৪৪ ওয়ার্ডে ভোট গ্রহণ হয়। এতে মোট প্রার্থী ৯৫০ জন। মোট ভোটার ছিলেন ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫৭ জন।