নতুন বছরের শুরুতেই করোনার প্রকোপ ঠেকাতে হিমশিম খাচ্ছে পশ্চিমবঙ্গ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পর এবার রাজধানী কলকাতায় করোনার প্রকোপে পড়েছেন পুলিশ কর্মকর্তারা
হিন্দুস্তান টাইমস জানায়, কলকাতা পুলিশের একাধিক কর্মকর্তাসহ মোট ৮৬ জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ৮ জন আইপিএস অফিসার। কলকাতারয় করোনা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এই খবর।
ওমিক্রনের হানায় ভারতের একাধিক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনা শনাক্তের হার উদ্বেগজনক হারে উর্ধমুখী। এই মুহূর্তে কলকাতার করোনা পরীক্ষায় সংক্রমণ হার ৩৩ দশমিক ৯ শতাংশ।
বড়দিন আর বর্ষবরণে পশ্চিমবঙ্গে হু হু করে বেড়েছে করোনা। ফলে কলকাতায় তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগে ১৫ জানুয়ারি পর্যন্ত ভারতে পশ্চিমবঙ্গ সরকারের এসব বিধিনিষেধ কার্যকর করা হয়। এসময় বন্ধ থাকবে স্কুল, কলেজ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। তবে কর্মীদের বাড়িতে থেকে কাজ করার ওপরেই জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।