সপ্তাহে ছয় দিনের কর্মদিবস নয়, বরং কর্মদিবস শেষ হচ্ছে সাড়ে চার দিনে। বিশ্বে প্রথমবারের মতো ‘ওয়ার্কিং উইক’! কমিয়ে সাড়ে চারদিন করেছে আরব আমিরাত। কর্মদিবস সাড়ে চার দিনে শেষ করে আড়াই দিনের ছুটি পাচ্ছেন দেশটির কর্মকর্তারা।
বিবিসি জানায়, বিশ্বজুড়ে প্রচলিত রয়েছে ‘ফাইভ-ডে উইক’ সিস্টেম। সেখান থেকে সরে এসে আরব সরকারই প্রথম চালু করেছে ‘ফোর অ্যান্ড হাফ ডে উইক’ব্যবস্থা।
সাপ্তাহিক ছুটি ও কর্মসংস্কৃতির চর্চা শুরু করছে আরব আমিরাত। কর্মীদের কাজের স্পৃহা বাড়াতে সাপ্তাহিক ছুটি শুক্রবার দুপুর থেকেই শুরু হচ্ছে। অর্থাৎ ‘উইকেন্ড’ আগে শুরু হতো শনিবার দুপুর থেকে, যা এখন শুরু হচ্ছে ২৪ ঘণ্টা আগেই। শুক্রবার দুপুর থেকেই ছুটি শুরু হয়ে শনিবার ও রোববার পুরো দিন ছুটি কাটাতে পারবনে কর্মীরা। এরপর যথারীতি আবার কাজ শুরু হবে সোমবার থেকেই।
দেশটির সরকার জানিয়েছে, দেশের কর্মীদের ওয়ার্ক-লাইফ বাড়ানোর জন্যও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের মনের শান্তি বাড়াতে, আর্থসামাজিক অবস্থানকে নির্বিঘ্ন রাখতে এবং অবশ্যই কর্মসংস্কৃতির উন্নয়ন করতে সাপ্তাহিক ছুটি বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছে দেশটির কর্তৃপক্ষ।
আরব প্রশাসন বলছে, শুক্রবার দিনটি প্রার্থনার দিন। সকাল থেকে কাজ করবে, এরপর কর্মীরা দুপুরে চাপমুক্ত হয়ে প্রার্থনায় অংশ নেবেন। এতে কর্মীদের সামাজিক সাংস্কৃতিক ও মানসিক স্তরে সুস্থতা তৈরি হবে। দেশের কর্মসংস্কৃতির উন্নতিও ঘটবে।
এদিকে আরব সরকারের এমন সিদ্ধান্তে বাহবাহ্ দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। বিশ্লেষকদের ধারণা, আরব সরকারের এমন সিদ্ধান্তই বিশ্বে পথিকৃৎ হয়ে থাকবে।