মানবদেহে করোনার নতুন রূপ ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকার অতিরিক্ত ডোজ ৮৫ ভাগ পর্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। যুক্তরাজ্যের গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে গুরুতর অসুস্থতার বিরুদ্ধে বুস্টার ডোজ যথেষ্ট সুরক্ষা দিতে পারে।
যদিও করোনার আগের ধরনগুলোর বিরুদ্ধে প্রচলিত টিকাগুলো এর চেয়ে বেশি সুরক্ষা দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন আক্রান্ত হওয়ার পরেও অতিরিক্ত ডোজ দেওয়া থাকলে অনেক মানুষকে হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পাবেন।
এরই মধ্যে যুক্তরাজ্যে সাড়ে ৮ লাখের বেশি বুস্টার ডোজ দিয়েছে। অন্যান্য দেশেও টিকার অতিরিক্ত ডোজ দেওয়ার কার্যক্রম ও পরিকল্পনা চলছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক দলের বরাতে এই খবর প্রকাশ করেছে বিবিসি। গবেষকরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া এই নতুন করোনার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ না করা পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের প্রায় সাত কোটি মানুষকে টিকার প্রথম ডোজ ও প্রায় সাড়ে চার কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে। রোববার ঢাকায় পরীক্ষামূলক টিকাদানের মাধ্যমে বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হবে।