ওমিক্রনের প্রকোপে প্রতিদিনই দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ছে এক বা একাধিক দেশ। নতুন বছরের শুরুতে যুক্তরাষ্ট্রেও রেকর্ড হারে করোনা বাড়ছে।
স্থানীয় সময় সোমবার ১০ লাখেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে দেশটিতে। আর করোনার তৃতীয় ঢেউকে ‘টিকা না নেয়াদের মহামারি’ বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, সোমবার যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৮০ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছে। মহামারি শুরুর পর থেকে এটিই বিশ্বে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এর আগের ৩০ ডিসেম্বর দেশটিতে ৫ লাখ ৯০ হাজার ৫৭৬ জন আক্রান্ত হয়েছিল দেশটিতে।
বিশেষজ্ঞরা ওমিক্রনকে সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে দেখছেন। কেননা বড়দিনের পর যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের ৫৯ ভাগের দেহেই ওমিক্রন শনাক্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে যারা এখনও টিকা নেননি তাদের অবিলম্বে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর প্রাপ্তবয়স্কদের বুস্টার টিকা নেয়ারও আহ্বান জানিয়েছেন।
এছাড়াও ইতালিতে একইদিনে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়। দৈনিক করোনা শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাজ্যেও। গার্ডিয়ান জানায়, মঙ্গলবার দেশটিতে নতুন করে ২ লাখ ১৮ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।