করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নের সব দেশকে বাধ্যতামূলকভাবে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা জরুরি বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়েন।
রয়টার্স খবরে জানা যায়, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ‘ওমিক্রন’ সংক্রমণের ভয়াবহতা তুলে ধরে টিকার গুরুত্বের কথা জানান।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলেন, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্তের এক সপ্তাহের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে এটি ছড়িয়েছে। আফ্রিকার সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলেও এই ভ্যারিয়েন্টটি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। বিশ্বের অনেক দেশে ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে, যা ভয়াবহ হতে পারে।
করোনা টিকার বিষয়ে উরসুলা ভন ডার লেয়েন বলেন, ইউরোপীয় ইউনিয়নের এক-তৃতীয়াংশ মানুষ এখনো করোনভাইরাসের প্রতিষেধক টিকা দেননি। এই টিকা এখন বাধ্যতামূলক করা উচিত। করোনা প্রতিরোধে অন্য বিকল্প নেই।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বাধ্যতামূলক টিকাদান কর্মসূচিকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা প্রয়োজন। সবাইকে সামগ্রিকভাবে এগিয়ে আসতে হবে।