• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ওমিক্রন আতঙ্কে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০১:৪৬ পিএম
ওমিক্রন আতঙ্কে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনার চতুর্থ ঢেউ আঘাত হেনেছে ইউরোপে। এশিয়ার অনেক দেশেও সংক্রমণ এখনও নিয়ন্ত্রণের বাইরে। এরই মাঝে দুঃসংবাদ নিয়ে এসেছে করোনার নতুন রূপ ওমিক্রন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পরই বিভিন্ন দেশ ওমিক্রনকে ঠেকাতে কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। প্রথম ‘ওমিক্রন’ শনাক্তস্থল দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অনেকেই।

যুক্তরাজ্যের নতুন সতর্কতা অনুযায়ী ব্রিটিশ নাগরিক ছাড়া দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো ও এসওয়াতিনি থেকে কোনো ভ্রমণকারীরা দেশটিতে প্রবেশ করতে পারবে না। আফ্রিকার দেশগুলো থেকে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ নেয়।

বিদেশ থেকে আগতদের জন্য কোয়ারেন্টিন জোরদার করেছে সিঙ্গাপুর ও জাপান। দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে সব ফ্লাইটও নিষিদ্ধ করেছে দুদেশ। বাংলাদেশেও নেওয়া হয়েছে অনুরূপ সতর্কতা।

গত ১৪ দিনের মধ্যে আফ্রিকার দেশগুলো থেকে আসা ব্যক্তিদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভাইরাসের নতুন ধরনের আগমনে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ অনেক দেশই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে।

 

Link copied!