দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। তার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে পর্যটন, শেয়ার আর জ্বালানির বাজারে।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমেছে ১০ শতাংশের বেশি। যুক্তরাষ্ট্রের হিসাব মতে, ১৩ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম ৬৮ দশমিক ১৫ ডলারে নেমেছে।
এছাড়া আন্তর্জাতিক বাজারে ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ১২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭২ দশমিক ৭২ ডলারে বিক্রি হচ্ছে। ২০২০ সালের এপ্রিল মাসের পর এটিই বিশ্ববাজারের সর্বনিম্ন তেলের দাম।
অর্থনীতিতে মহামারির প্রভাব মোকাবেলায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বানে চীন, ভারতসহ বিভিন্ন দেশ রাষ্ট্র সম্মিলিতভাবে তাদের রিজার্ভ থেকে থেকে বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে ছাড়ার ঘোষণা দেয়। এরপর করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে লকডাউন দেয় ইউরোপের দেশগুলো, যার প্রভাব পড়ে তেলের বাজারে।
২০২০ সালের শেষ দিকে করোনার প্রকোপ কমায় ও বিভিন্ন দেশ লকডাউন তুলে দেওয়ার কারণে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। এ বছরের অক্টোবরে অপরিশোধিত জ্বালানি দাম ছিল সর্বোচ্চ ৮৫ দশমিক শূন্য ৭ ডলার। তবে এরপরই কমতে থাকে তেলের দাম।