করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ থেকে রক্ষা পেতে হলে বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে। টিকাদানের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা।
বড়দিন আর নববর্ষের ছুটির আগেই ১২৮টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। জেনেভায় সংবাদ সম্মেলনে, বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।
সব দেশের সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব জনগণকে জীবন রক্ষাকারী টিকা সরবরাহ করতে আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। ডব্লিউএইচওর মহামারি বিশেষজ্ঞ ডা. আবদি মাহামুদ সাংবাদিকদের আরও বলেন, অন্যান্য করোনার ধরনের তুলনায় ওমিক্রন কম ক্ষতিকর কি না, তা বলার জন্য এখনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
যদিও তিনি উল্লেখ করেন যুক্তরাজ্যের লন্ডনে সংক্রমণের হার বৃদ্ধির পেছনে ওমিক্রনের ভূমিকা রয়েছে। তবে দেশটির অনেক মানুষ টিকা পাওয়ায় হাসপাতালে ভর্তির হার ২০২০ সালের তুলনায় এখন প্রায় ২০ শতাংশ পর্যন্ত কম রয়েছে।