ডাবল ভ্যারিয়েন্ট বা দুই ধরনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বেলজিয়ামের এক নারীর। সম্প্রতি জানা গেছে আক্রান্ত রোগী যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় প্রথমে শনাক্ত হওয়া আলফা ও বিটা ধরনের দ্বারা আক্রান্ত হয়েছিলেন।
বিবিসি জানায়, একইসঙ্গে দুটি করোনার ধরনে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু এটি। এরই মাধ্যমে দুই ধরণের করোনা একই ব্যক্তিকে আক্রান্ত করতে পারে বলে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা।
২০২১ সালের মার্চ মাসে বেলজিয়ামে মারা যান এই নারী। তবে তিনি করোনার টিকা নেননি বলে জানিয়েছে বিবিসি। চিকিৎসকরা সন্দেহ করেছেন তিনি দুজন পৃথক ব্যক্তির মাধ্যমে দুই বার করোনা আক্রান্ত হয়েছিলেন।
মার্চ মাসে অসুস্থ হওয়ার পর ঐ নারীকে বেলজিয়ামের অ্যালস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি করার পাঁচ দিন পর তিনি মারা যান।
এর আগে জানুয়ারিতে ব্রাজিলের দুই ব্যক্তি একইসঙ্গে দুই ধরণের করোনভাইরাস দ্বারা সংক্রামিত হন। তাদের মধ্যে একজনের দেহে করোনার গামা ধরন শনাক্ত করা হয়েছিল।