• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইরানের শহরে বড় বিস্ফোরণের শব্দ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৬:৩৬ পিএম
ইরানের  শহরে বড় বিস্ফোরণের শব্দ

ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ সংস্থা ও সামাজিক মাধ্যমের পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।

রোববার (১৬ জানুয়ারি) সকালে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সাম্প্রতিক মাসগুলেতে ইরানে অনুরূপ বেশ কয়েকটি ঘটনা ঘটে। পরে দেশটির কর্তৃপক্ষ জানায়, অঘোষিত বিমান প্রতিরক্ষা মহড়া করছে ইরানের সামরিক বাহিনী।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অঘোষিত বিমান প্রতিরক্ষা মহড়া করার কথা জানায় তেহরান। ইরানের আসাদাবাদ শহরের গভর্নর বলেন, “একটি ভয়ংকর শব্দ শোনা গেছে। তবে শব্দের উৎস পরিষ্কার নয়। তাঁর এই বক্তব্য দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স প্রকাশ করেছে।”

একই কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এটি আবহাওয়াজনিত বজ্রপাতের শব্দ। তবে পরে বজ্রপাতের শব্দের বিষয়টি নাকচ করা হয়।”

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বিস্ফোরণগুলো বিমানবিধ্বংসী অস্ত্র থেকে আসার বিষয়টি প্রতীয়মান হয়। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ফুটেজের সত্যতা যাচাই করতে সক্ষম হয়নি।

২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে।

ইসরায়েলি নেতারা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছে। ইসরায়েলে বলছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরানকে এই প্রচেষ্টা থেকে নিবৃত্ত করতে কূটনীতি তৎপরতা ব্যর্থ হলে তারা তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে।

 

Link copied!