• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে ‘নুসান্ত্রা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৪:০০ পিএম
ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে ‘নুসান্ত্রা’

রাজনৈতিক, প্রশাসনিক ও ভৌগোলিক কারণে প্রাচীন যুগ থেকেই বিভিন্ন দেশের রাজধানীর স্থান পরিবর্তন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াও একই  সিদ্ধান্ত নিয়েছে।

জাকার্তার বদলে নতুন রাজধানী তৈরি করতে যাচ্ছে ইন্দোনেশিয়ার সরকার, যার নাম হবে ‘নুসান্ত্রা’। জাভা ভাষায় ‘নুসান্ত্রা’ শব্দের অর্থ দ্বীপপুঞ্জ।

বিবিসি জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বর্তমান রাজধানী জাকার্তা ক্রমেই তলিয়ে যাচ্ছে। তাই ডুবন্ত এই শহর থেকে রাজধানী সরিয়ে নেওয়ার প্রস্তাব পার্লামেন্ট অনুমোদনের পর রাজধানী স্থানান্তরের ঘোষণা দিয়েছে সরকার।

২০১৯ সালে প্রথমবার এই প্রস্তাব করা হয়েছিল। তবে মহামারির কারণে পরিকল্পনা পেছাতে হয়েছে। এদিকে ঘনবসতিপূর্ণ জাকার্তা ক্রমেই দূষিত হয়ে পড়ছে। মাত্রাতিরিক্তভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে আশঙ্কাজনক হারে শহরটি দেবে যাচ্ছে।

তাই বোর্নিও প্রদেশে নতুন রাজধানী তৈরি হলে জাকার্তার ওপর চাপ কিছুটা কমবে। সেখানকার জনসংখ্যা কম থাকায় পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলেও আশা করছে সরকার।

তবে সমালোচকরা বলছেন, নতুন শহর নির্মাণের কর্মকাণ্ডের ফলে বোর্নিও প্রদেশে পাম চাষের বিস্তার ঘটবে। ফলে নানা ধরনের বন্য প্রাণী ও সবুজ চিরহরিৎ বনাঞ্চল ঝুঁকিতে পড়বে।

Link copied!