• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘ইউক্রেন যুদ্ধে যোগদানে বিদেশিদের ভিসা লাগবে না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ১১:৫৬ এএম
‘ইউক্রেন যুদ্ধে যোগদানে বিদেশিদের ভিসা লাগবে না’

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে ইউক্রেনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন ১ মার্চ থেকে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিভিশন বার্তায় এই মন্তব্য করেছেন।

জেলেনস্কি বলেন, “যেকোনো বিদেশি যারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে চান, তাদের জন্য ভিসা ফ্রি ভ্রমণ ১ মার্চ থেকে চালু হবে।”

খারকিভে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন তিনি।

তিনি আরও বলেন, “শান্তিকামী ইউক্রেনিয়ানদের হত্যার জন্য বিশ্বের কেউ রাশিয়াকে ক্ষমা করবে না। ক্ষতিকর মিসাইল নিক্ষেপ, বোমাবাজি অতিদ্রুত বন্ধ করা উচিত।” 

বাসিন্দাদের সতর্ক করে দিয়ে জেলেনস্কি বলেন, “শত্রুদের প্রধান লক্ষ্য কিয়েভ। তারা পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে শহর বিদ্যুৎবিহীন করতে চায়। আমরা তাদের রাজধানীর প্রতিরক্ষা ভাঙতে দিইনি। তারা শত শত অন্তর্ঘাতী পাঠাচ্ছে। আমরা তাদের সবাইকে প্রতিহত করব।”  

Link copied!