ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রায় ১২ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অন্তত ৪০ লাখ মানুষ এই যুদ্ধে আশ্রয়হীন হতে পারে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছে এমন তথ্য।
ইউক্রেন ছেড়ে পালিয়ে আসা বেশিরভাগ মানুষই প্রতিবেশি দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ইউক্রেনের ৬ লাখ ৫০ হাজার মানুষ দেশটিতে আশ্রয় নিয়েছে।
এছাড়াও ইউরোপের আরও কিছু দেশ তাদের আশ্রয় দিচ্ছে। এদের মধ্যে হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছে দেড় লাখ মানুষ। বাকিরা ইউরোপের অন্যান্য দেশে যাওয়ারও চেষ্টায় আছেন নিয়েছেন। বিবিসি জানায়, সীমান্তবর্তী দেশ মলদোভা, স্লোভাকিয়া, রোমানিয়াতেও ইউক্রেনের বিপুল সংখ্যক শরণার্থী আশ্রয় নিয়েছে।
রুশ হামলার আগে ইউক্রেনের মোট জনসংখ্যা ছিল প্রায় চার কোটি ৪০ লাখ। তবে ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনের ভেতর ও সীমান্তের বাইরে এখনো অনেক মানুষ আশ্রয়ের খোঁজ করছেন।
এমন পরিস্থিতি প্রায় ৪০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হতে পারে বলেও মনে করছে সংস্থাটি। জরুরি ভিত্তিতে তাদের নিরাপত্তা ও সহায়তা দরকার।