• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেন পৌঁছাল জাতিসংঘের প্রথম সহায়তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৪:৩৩ পিএম
ইউক্রেন পৌঁছাল জাতিসংঘের প্রথম সহায়তা

রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাল জাতিসংঘ। শনিবার (১৯ মার্চ) উত্তর-পূর্ব ইউক্রেনের সামি শহরে জাতিসংঘের মানবিক সহায়তার প্রথম বহর পৌঁছেছে।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিএনএন। এছাড়া বিবৃতিতে জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধের মধ্যে থাকা ইউক্রেনে আরও সহায়তা পাঠানো হবে। তার মধ্যে এটি প্রথম দফায় পাঠানো হলো।”

জাতিসংঘ জানায়, প্রাথমিকভাবে ১৩০ মেট্রিক টন সহায়তা পাঠানো হচ্ছে। এর মধ্যে রয়েছে মেডিকেল সরঞ্জাম, খাবার পানি, খাবারের ক্যান ও আরও জরুরি প্রয়োজনীয় সহায়তা।

সংস্থাটি বলছে, প্রথম বহরের পাঠানো এই সহায়তা দিয়ে ৩৫ হাজার মানুষকে সাহায্য করা যাবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। এখন পর্যন্ত দুই পক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধন্তে পৌঁছাতে পারেনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!