• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেন ইস্যুতে আলাপ করবেন বাইডেন-পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০১:৫০ পিএম
ইউক্রেন ইস্যুতে আলাপ করবেন বাইডেন-পুতিন

সীমান্তে সেনা মোতায়েনের কারণে সৃষ্ট উত্তেজনার মাঝেই রাশিয়ার সঙ্গে ইউক্রেন ইস্যুতে বৈঠকের আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, আগামী মঙ্গলবার ভিডিও কলে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়া ‘বড় ধরণের’ হামলা চালাতে পারে - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের এমন আশঙ্কা প্রকাশের পরই বৈঠকের খবর জানাল হোয়াইট হাউজ। যদিও এ ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া।

এক বিবৃতিতে শনিবার (০৪ ডিসেম্বর) রাতে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন, বৈঠকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে “ইউক্রেন সীমান্তে সেনা কার্যক্রম নিয়ে উদ্বেগ ও ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানাবেন বাইডেন।”

২০২২ সালের শুরুর দিকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দারা। এছাড়া ইউক্রেন জানায়, রাশিয়া নিজ সীমান্তে সামরিক শক্তি প্রদর্শন করতে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রাইমিয়া অঞ্চল দখল করে নেয়ার পর এটিই সীমান্তে রাশিয়ার সবচেয়ে বড় সেনা মোতায়েনের ঘটনা।

Link copied!