কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে সহায়তা দেওয়ার অভিযোগ করেছে রাশিয়া। এবার জাতিসংঘেও সেই অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করলেন রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া।
বিবিসি জানায়, ইউক্রেনে জীবাণু অস্ত্রের গবেষণাগার সরিয়ে ফেলারও প্রমাণ প্রমাণ পাবার দাবি করেছে রাশিয়া। নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে নেবেনজিয়া দাবি করেন, রুশ বাহিনী ইউক্রেনে অন্তত ৩০টি গবেষণাগারের তথ্যপ্রমাণ পেয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অত্যন্ত বিপজ্জনক জীবাণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল।
যদিও এই দাবির পক্ষে কোন প্রমাণ দেননি নেবেনজিয়া। এমনকি জাতিসংঘও এই অভিযোগ আমলে নেয়নি। জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংক্রান্ত বিভাগের প্রধান ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে কোন ধরণের জীবাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে জাতিসংঘ অবগত নয়।
এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনাকালে কিছু এলাকায় জীবাণু অস্ত্র তৈরির নমুনা খুঁজে পেয়েছে রুশ সেনারা।
এটি রাশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পূর্ব ইউক্রেনে সম্প্রতি কিছু ‘নতুন তথ্য’ পাওয়া গেছে যা থেকে বোঝা যায়, এসব এলাকার জীবাণু যুদ্ধের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
যদিও তার অভিযোগকে “উদ্ভট” বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।