• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে পুতিনের সামরিক অভিযানের ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৯:৫৯ এএম
ইউক্রেনে পুতিনের সামরিক অভিযানের ঘোষণা

আরও ঘনীভূত হয়েছে ইউক্রেন সংকট। পশ্চিমাদের সঙ্গে টানপোড়েনের মধ্যেই ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিসি এক প্রতিবেদনে বলেছে, এক টেলিভিশন ভাষণে পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন।

ভাষণে পুতিন পূর্ব ইউক্রেন থেকে ইউক্রেনিয়ান সৈন্যদের অস্ত্র ত্যাগ করে ফিরে যেতে আহ্বান জানান। তিনি আরও বলেন, কোনো রক্তপাত হলে তার জন্য ইউক্রেনই দায়ী থাকবে। 

টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের হুমকি থেকে নাগরিকদের বাঁচাতেই সামরিক পদক্ষেপ নিতে হচ্ছে। ইউক্রেন দখলের কোনো ইচ্ছা নেই রাশিয়ার। 

সামরিক অভিযানের উদ্দেশ্য নিয়ে পুতিন বলেন, সামরিক অভিযানের লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্র করা। যারা যারা অস্ত্র ত্যাগ করবে তারা নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে পারবেন। 

পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো দেশ যদি রাশিয়ার পদক্ষেপে হস্তক্ষেপ করে, তবে তাদের এমন পরিণতি হবে, যা তারা আগে কখনো দেখেনি।

Link copied!