• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে সহায়তা পাঠাল চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৫:০৮ পিএম
ইউক্রেনে সহায়তা পাঠাল চীন

ইউক্রেনে দ্বিতীয় ধাপে মানবিক সহায়তা পাঠিয়েছে চীন। ইউক্রেনে চলমান পরিস্থিতি বিবেচনা করে ১৫ লাখ ৭০ হাজার ডলার মূল্যের এ সহায়তা পাঠিয়েছে বেইজিং।

সোমবার (২১ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিং বিষয়টি নিশ্চিত করেছেন। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়াং ওয়েন পিং বলেন, “ইউক্রেনে চলমান সংকট নিরসনে চীন চেষ্টা করবে। দেশটিতে মানবিক বিপর্যয় মোকাবেলায় চীন সহযোগিতা চালিয়ে যাবে।”

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর চীনের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে যুক্তরাষ্ট্র। সব অভিযোগ নাকচ করে দিয়েছে বেইজিং। এর মধ্যে বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের গুরুতর অভিযোগ ছিল, রুশ বাহিনীকে অস্ত্র সহায়তা দেওয়া। কিন্তু এই অভিযোগ নাকচ করে দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানান, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাবে না বেইজিং। বরং চলমান সংকট নিরসনে সব কিছু করবে দেশটি।

এর আগে ৯ মার্চ প্রথম ইউক্রেনে মানবিক সহায়তা পাঠায় চীন। তখন প্রায় ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার মূল্যের সহায়তা পাঠায় বেইজিং কর্তৃপক্ষ।

Link copied!