• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে রুশ সাংবাদিক নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৩:০২ পিএম
ইউক্রেনে রুশ সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণে নিহত হয়েছেন ওসকানা বাউলিনা নামের এক রুশ সাংবাদিক। রাশিয়ান সামরিক বাহিনীর গোলার আঘাতে তার মৃত্যু হয়েছে। এ সময় তিনি রুশ বাহিনীর হামলায় ক্ষয়ক্ষতির চিত্রধারণের কাজে ব্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রাশিয়ার একটি অনুসন্ধানী গণমাধ্যম প্রতিষ্ঠান ইনসাইডার। এই প্রতিষ্ঠানের সাংবাদিক ছিলেন বাউলিনা।

সাংবাদিক বাউলিনার মৃত্যুতে তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে অনুসন্ধানভিত্তিক ওয়েবসাইটটি। সংবাদমাধ্যমটির অনুসন্ধানী সাংবাদিক আলেক্সি কোভালিভও বাউলিনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এক বিবৃতে ইনসাইডার বলছে, “একটি সম্পাদকীয় প্রতিবেদন করার সময় বাউলিনা নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের পডিল জেলায় তখন কাজ করছিলেন তিনি। এছাড়া এই হামলায় আরও একজন বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। আরও দুইজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী নেতা ও সমালোচক অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী সংস্থাতেও কাজ করতেন বাউলিনা। গত বছর এই সংস্থাকে ‘চরমপন্থি’ সংস্থা হিসেবে চিহ্নিত করে ক্রেমলিন। এর পরিপ্রেক্ষিতে বাউলিনাসহ সংস্থাটির অনেক কর্মী দেশ ছাড়তে বাধ্য হন।

Link copied!