• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে ৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০১:০৬ পিএম
ইউক্রেনে ৪০ মাইল দীর্ঘ  রুশ সামরিক বহর

বেশ কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিলেও এখন পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্ত অবস্থান গড়তে পারেনি রুশ সেনারা। রাজধানীর বিভিন্ন অংশে ইউক্রেনের সেনাবাহিনী ও স্থানীয়দের সঙ্গে তুমুল লড়াই চলছে।

এদিকে সামরিক অভিযানের ষষ্ঠ দিনে কিয়েভের দিকে বিশাল সামরিক বহর নিয়ে এগিয়ে যেতে শুরু করেছে রাশিয়া। বিবিসি জানায়, স্যাটেলাইটের ছবিতে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই সামরিক বহর দেখা গেছে। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি রুশ সেনাবহরের এই ছবি প্রকাশ করেছে।

এছাড়া স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে আরও দেখা যাচ্ছে, রুশ স্থলবাহিনী ও যুদ্ধ হেলিকপ্টারগুলো বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান নিয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে সেখানকার দূরত্ব ২০ মাইলের কম।

মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের ওপর সর্বশক্তি দিয়ে হামলা শুরু করেছে।

এর আগে অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের পাঁচটি শহরের দখল নিয়েছে রাশিয়া। রোববার রাতে উপকূলীয় শহর বারদিয়ানস্কের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। ফেসবুকে এক ভিডিও বার্তায় মেয়র আলেকজান্ডার সভিডলো এই তথ্য জানান।

নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্কও এখন রুশ সেনাদের দখলে। তবে রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হচ্ছে তাদের। আন্তর্জাতিক গণমাধ্যমের ভিডিও ও ছবিতে বিভিন্ন এলাকার সড়কে তুমুল লড়াই চলতে দেখা গেছে।

Link copied!