• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে যুদ্ধ বন্ধ চায় তুরস্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৮:৪৪ পিএম
ইউক্রেনে যুদ্ধ বন্ধ চায় তুরস্ক
ছবি: সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধ চায় তুরস্ক। আর তাই দুই দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান চায় দেশটির প্রশাসন।

শনিবার (১৯ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূখপাত্র ইব্রাহিম কালিন।

ইব্রাহিম কালিন বলেন, “ইউক্রেনে চলমান সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি আমরা।  যুদ্ধের শুরু থেকেই আমরা এই সংকট নিরসনের চেষ্টা করছি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমাদের প্রেসিডেন্ট দুইবার ফোনালাপ করেছেন। সেই সেই সঙ্গে যুদ্ধ সমাপ্ত করতে সবাইকে এক করার চেষ্টা করছি আমরা।”

এদিকে শুক্রবার (১৮ মার্চ) মস্কোকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “মস্কোর সঙ্গে এখন আলোচনার সময় হয়েছে। তাই অর্থবহ আলোচনায় বসতে হবে।”

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। এরপর পার্শ্ববর্তী দেশ বেলারুশে মস্কো ও কিয়েভের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু কোন ফল আসেনি। এছাড়া তুরস্কেও মস্কো ও কিয়েভ প্রতিনিধিদের আলোচনা থেকে উল্লেখযোগ্য ফলাফল আসেনি।

Link copied!