• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে বন্দুক হামলায় নিহত পাঁচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৫:৫২ পিএম
ইউক্রেনে বন্দুক হামলায় নিহত পাঁচ

রাশিয়ার সঙ্গে সীমান্তে উত্তেজনার মাঝেই ইউক্রেনের অভ্যন্তরে গোলাগুলির খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানায় গুলিতে পাঁচজন নিহত হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ন্যাশনাল গার্ডের এক সেনাকে আটক করেছে ইউক্রেনের পুলিশ। পিভদেনমাশের সামরিক কারখানায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালান ঐ ব্যক্তি। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সেনা ও একজন বেসামরিক নারী রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্ট্রিস্কি। গুলিতে আহতদের বাঁচাতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন বলেও যোগ করেন তিনি।

মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানা গেছে, ন্যাশনাল গার্ডদের অস্ত্র দেওয়ার সময় বন্দুক নিয়ে এলোপাতারি গুলি করেন অভিযুক্ত ব্যক্তি। এরপর অস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের বিরোধের মাঝেই এ হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

Link copied!