• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে আশ্রয়হীন ১৫ লাখ মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:২২ পিএম
ইউক্রেনে আশ্রয়হীন ১৫ লাখ মানুষ

যুদ্ধবিরতির ঘোষণা এলেও থেমে নেই রাশিয়ার গোলাবর্ষণ আর আক্রমণ। বিভিন্ন শহরে থেমে থেমে চলছে সংঘর্ষ। বিক্ষিপ্ত বিমান হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বড় শহরগুলো।

এরই মাঝে দেশ ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ। জাতিসংঘের শরণার্থী প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলছেন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর করা না গেলে বড় ধরণের মানবিক বিপর্যয়ে পড়বে ইউক্রেনবাসী।

তিনি বলেন, “আমাদের একটি যুদ্ধবিরতি দরকার, আমাদের শত্রুতা বন্ধ করতে হবে। আমরা শুনেছিকয়েক লাখ মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে। শহরে বোমা বর্ষণ অব্যাহত থাকলে আরও বিপুল মানুষ অন্য দেশে চলে যাবে।”

গ্র্যান্ডি দুঃখ প্রকাশ করে জানান, যুদ্ধের কারণে এখন ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে। আগামী দিনে সীমান্তে জনস্রোত আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জাতিসংঘের জানায়, সামরিক অভিযানে বিভিন্ন শহরের আবাসিক এলাকাগুলোতে রাশিয়ার বোমা হামলা জোরদার হয়েছে। ফলে রাজধানী কিয়েভসহ অনেক বড় শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টায় আছেন। এছাড়াও ঘরের নিচে বাঙ্কারে অবস্থান নেওয়ার পাশাপাশি পাতাল রেল ষ্টেশনেও ভিড় করেছেন অনেকে।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!