• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের বাঁচার আকুতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১২:৩০ পিএম
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের বাঁচার আকুতি

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি থেকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন নাবিকেরা। সামাজিক মাধ্যম ফেসবুকে বাঁচার আকুতি জানিয়ে দুটি ভিডিও বার্তা দিয়েছেন নাবিকেরা।

ভাইরাল হওয়া ভিডিওতে তারা জানান, এখনো তাদের উদ্ধারের জন্য কোনো জায়গা থেকে সাহায্য আসেনি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ নাবিকদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয় প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।

একটি ভিডিওতে বাংলাদেশি নাবিক নিজেকে জাহাজের দ্বিতীয় প্রকৌশলী রবিউল আউয়াল হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি বলেন, “আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর সম্মুখীন। আমাদের এখনো উদ্ধার করা হয়নি। দয়া করে আপনারা আমাদের বাঁচান।”

ভিডিওতে জাহাজের আরও ১২ নাবিককে দেখা গেছে। এছাড়া আরেক ভিডিওতে নাবিক আসিফুল ইসলাম জানান, তাদের পোল্যান্ডে নিয়ে যাওয়ার খবরটি মিথ্যা। ইউক্রেন থেকে দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন তিনিও।

বুধবার ইউক্রেনের বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এ ঘটনায় নিহত হন বাংলাদেশি নাবিক জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ হামলা হয় বলে জানিয়েছেন জাহাজে অবস্থানরত বাংলাদেশি নাবিক সালমান সামি।

ফেসবুকে শেয়ার করা জাহাজের যাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রকেট হামলার পর তারা জাহাজে আগুন নেভাতে চেষ্টা করছেন। ইউক্রেন নাকি রাশিয়ার রকেট সেখানে আঘাত হেনেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাদিসুর রহমানের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। জাহাজের বাকি ২৮ ক্রু এখনো অক্ষত আছেন বলে জানা গেছে।

Link copied!