• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনের যুদ্ধ কয়েক মাস স্থায়ী হবে: যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৬:৪১ পিএম
ইউক্রেনের যুদ্ধ কয়েক মাস স্থায়ী হবে: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুটা যেমন অপ্রত্যাশিত ছিল, তেমনি যুদ্ধের ভয়াবহতা আর সংকটের মাত্রাও ছিল অকল্পনীয়। কীভাবে যুদ্ধ থামবে সেই চিন্তা এখনও ভাবিয়ে তুলছে রাজনীতিবিদ আর বিশ্লেষকদের।

এরই মধ্যে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে বিভিন্ন খাতে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা, লেনদেন আর বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে এই যুদ্ধ কখন থামবে সেই প্রশ্ন সবারই।

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব বলছেন, ইউক্রেনের যুদ্ধ বছরব্যাপী না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে। স্কাই নিউজে দেয়া একটি সাক্ষাৎকারে এমন ব্যাখ্যা দিয়েছেন তিনি।

এছাড়াও বিবিসির সানডে মর্নিং প্রোগ্রামে রাব বলেন, “আমি মনে করি ইউক্রেনের বড় শহরগুলির মধ্যে কোনটির এখনও পতন হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন ইউক্রেনে ব্যর্থ হন সেটাই আমাদের মিত্রদের নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়াটি হয়তো কিছুটা সময় নিবে। বছরখানেক না হলেও কয়েক মাস হতে পারে। আর তাই আমাদের কৌশলগতভাবে আগাতে হবে। এই যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হবে না।”

যদিও বিশ্লেষকরা এখনও নিশ্চিত নন যে আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত কোন দিকে মোড় নিবে। তবে এর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে ভ্লাদিমির পুতিনের পরিকল্পনার উপরেই।

 

Link copied!